সবাইকে করোনা সংক্রমণ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা এখনো ভ্যাকসিন নেননি, তাদের দ্রুত এই ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সরকারপ্রধান শেখ হাসিনা এই আহ্বান জানান।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেলগুলো থেকে সম্প্রচার করা হয়েছে।
চলমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক এই মহামারির কারণে এক গভীর সংকটের মধ্য দিয়ে আমাদের গত ২০২০ ও ২০২১ সাল অতিক্রম করতে হয়েছে। সেই সংকট এখনো কাটেনি। এর মধ্যেই আবার বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। আমাদের এখনই সাবধান হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
দ্রুত করোনার ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘এখন পূর্ণোদ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের কাজ চলছে। চলতি মাস থেকে গণটিকা কার্যক্রমের মাধ্যমে প্রতিমাসে এক কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১২ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন প্রায় ৭ কোটি ৫৮ লাখ মানুষ, আর দুই ডোজ ভ্যাকসিন পেয়েছেন ৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার মানুষ। গত মাস (ডিসেম্বর) থেকে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। বর্তমানে আমাদের হাতে সাড়ে ৯ কোটিরও বেশি ডোজ ভ্যাকসিন মজুদ আছে।’ সুত্রঃ ইত্তেফাক