গাইবান্ধার পলাশবাড়িতে গতকাল রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার মহদীপুর ইউনিয়নের দুটি ইট ভাটায় এই ডাকাতির ঘটনা ঘটে।
জানান যায় গতকাল রাত আনুমানিক রাত ১ টার দিকে কেত্তার পাড়া এমএস ব্রিক্সস ভাটায় সাতজনের একটি ডাকাত দল ভাটায় কর্মরত ১৪ জন ইট নির্মাণ শ্রমিকের থাকার ঘরের তালা ভেঙ্গে ধারালো অস্ত্র ঠেকিয়ে তাদের কাছে থাকা ১৬টি মোবাইল ফোন ও নগদ ৮৫ হাজার টাকাসহ তাদের ব্যবহার্য বিভিন্ন সামগ্রী লুটে নেয়। এরপর একই ইউনিয়নের গড়েয়া গ্রামের আয়াত ব্রিক্সস নামে অপর আরেকটি ভাটায় ৯জন ইট পোড়া শ্রমিক ও দুজন ম্যানেজারের ৩টি মোবাইল ও ৭৭ হাজার টাকা একই কায়দায় ডাকাতি করে ওই ডাকাতদল। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসার পূর্বেই ডাকাতরা সটকে পরে।
এ ঘটনায় ওই ভাটা ও আশেপাশের মালিক ও শ্রমিকদের মাঝে আতংক বিরাজ করছে। তাদের দাবি অতি দ্রুত দোষীদের গ্রেফতার করে দ্রষ্টানÍমূলক শাস্তি দেয়া হোক যাতে এই ঘটনার পূণরাবৃত্তি না ঘটে।
ডাকাতির এই ঘটনায় পলাশবাড়ি থানার একটি চৌকস টিম আজ দিনভর ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশেপাশের এলাকার ডাকাত দলের বিভিন্ন আলামত সংগ্রহের কাজ চালায়।
এ ঘটনায় পুলিশের সাথে কথা বলতে চাইলে তদন্তের স্বার্থে কথা বলতে রাজি হননি তদন্ত কর্মকর্তা।