বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত তিন – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জানুয়ারি, ২০২২

টাঙ্গাইলের মধুপুরে পিকাপভ্যান এবং সিএনজি মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত ও আহত হয়েছেন ২ জন।

 

মধুপুর থানার ওসি তারিক কামাল টেলিফোনে জানান, সকালে মধুপুর থেকে একটি যাত্রীবাহী সিএনজি শেরপুরের দিকে যাচ্ছিলো। মধুপুরের রূপালী ফিলিং স্টেশনের কাছে পৌছলে, ধনবাড়ীর দিক থেকে আসা একটি পিকাপভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৫ যাত্রীর মধ্যে ৩ জনের মৃত্যু হয়।

 

 

খবর পেয়ে, মধুপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত ২ জন কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এছাড়াও নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

 

 

নিহতরা হলেন- শেরপুর জেলার শ্রীবরদ্রী উপজেলার শ্রীবরদ্রী গ্রামের মিনারের ছেলে রাসেল ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মেরুর চর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শারমিন ও তার ৩ বছরের শিশু কন্যা সোহাগী।