মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

সাতক্ষীরায় স্থানীয় পুরোহিত প্রশিক্ষণের উদ্বোধন – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

সাতক্ষীরায় ৯ দিন ব্যাপি পুরোহিতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম – ২য় পর্যায় এর প্রথম দিনের স্থানীয় পুরোহিত প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

 

 

রোববার সকাল ৯টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি এ কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।

 

 

ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম(২য় পর্যায়) এর আওতায় এ প্রশিক্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রমের খুলনা জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) সুশান্ত ব্যানার্জী।

 

 

বিশেষ অতিথি ছিলেন, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ।

 

 

প্রশিক্ষন সঞ্চালনায় ছিলেন, পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রমের প্রশিক্ষক দিবাকর ভট্টাচার্য্য।