ঠাকুরগাঁওয় জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মোঃ মাহবুবুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মোঃ জাহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও স্থানীয় সরকারের উপ-পরিচালক রাম কৃষ্ণ বর্মন, ঠাকুরগাঁও জেলা পুুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ, কে এম আবদুল মজিদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জবেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: শামসুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ.লীগ সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোঃ মোশারুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মোঃ মনসুর আলী, সদর থানার ওসি মোঃ তানভীরুল ইসলাম,ডিবি পুলিশের ওসি মোঃ মোশাব্বেরুল হক, রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় প্রমুখ।
এসময় সরকারি বেসরকারি ও সায়ত্ত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ঠাকুরগাঁও জেলার আইনশৃঙ্খলা ও এর উন্নযন সম্ভনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সে সময় ঠাকুরগাঁও জেলার চাঞ্চল্যকার মামলা ও এর অগ্রগতি এবং তার সুষ্টু তদন্তের বিষয়ে আলোচনা করেন বক্তারা।