শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল | ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

কাজাখস্তানে চলা দাঙ্গায় অন্তত ১৬৪ জন নিহত – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

কাজাখস্তানে গত এক সপ্তাহ থেকে চলা দাঙ্গায় অন্তত ১৬৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির বৃহত্তম শহর আলমাটিতে নিহত হয়েছেন ১০৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রবিবার এই তথ্য জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

 

 

 

এছাড়া দেশটির নিরাপত্তা রক্ষী পাঁচ হাজারের বেশি জনকে আটক করেছেন।

 

 

 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে স্থানীয় মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অনত ১৯৮ মিলিয়ন ডলারের সম্পত্তি ধ্বংস হয়েছে।

 

 

 

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ১০০ এর বেশি ব্যবসা এবং ব্যাংকে হামলা ও লুটপাট চালানো হয়েছে। এবং প্রায় ৪০০ গাড়ি ধ্বংস করা হয়েছে। কাজাখের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার স্পুটনিক সংবাদ সংস্থা জানিয়েছে, দাঙ্গায় ১৬৪ জন নিহতের মধ্যে দুই শিশুও রয়েছেন।

 

 

 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এরলান তুরগুমবায়েভ বলেন, দেশের সব অঞ্চলেই এখন পরিস্থিতি স্থিতিশীল। তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ হাজার ১৩৫ জনকে আটক করা হয়েছে।

 

 

 

দেশটিতে গত ১ জানুয়ারি শনিবার এলপিজির দাম দ্বিগুণের বেশি বাড়ানো হয়। এরপর দিন দেশটির পশ্চিমাঞ্চলের তেলসমৃদ্ধ প্রদেশ মানজিস্তাউয়ে বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ আলমাটিসহ দেশটির অন্যত্র ছড়িয়ে পড়ে। তথ্যসূত্র: আল জাজিরা, বিবিসি।