তাইওয়ান সম্প্রতি লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে প্রতিনিধি কার্যালয় খুলেছে। এই জের ধরেই ইউরোপের ছোট্ট দেশ লিথুয়ানিয়ার উপর কড়া বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করলো চীন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম পলিটিকো।
কূটনীতিকদের মতে, চীনের লক্ষ্য আসলে ছোট্ট লিথুয়ানিয়া নয়, বরং এর মাধ্যমে পশ্চিমা বিশ্বকে বার্তা দেওয়া। তাইওয়ানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে চীনের মনোভাব কী হবে সেটাই জানাতে চায় তারা।
ভিলনিয়াসের কার্যালয় খোলার পরই চীনের আমদানি নিষেধাজ্ঞার কারণ দেখে, দু’য়ে দু’য়ে চার করতে অসুবিধা হয়নি আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞদের।
এদিকে জার্মানির গাড়ি নির্মাতা সংস্থার চীনমুখী জাহাজ থমকে দাঁড়িয়ে পড়েছে লিথুয়ানিয়ায়। জার্মানি ও ফ্রান্সের সঙ্গে চিনের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত মসৃণ।