বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ২৮ জানুয়ারির অনুষ্ঠিত হবে। সেখানে প্রথমবারের মতো সভাপতি পদে প্রার্থী হয়েছেন দেশের নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। একুশে পদকজয়ী এই অভিনেতার সঙ্গে সেক্রেটারি হিসেবে থাকছেন অভিনেত্রী নিপুণ। আরেকটি প্যানেলে লড়বেন বর্তমান কমিটির সভাপতি অভিনেতা মিশা সওদাগর ও সেক্রেটারি জায়েদ খান।
নিপুনের সঙ্গে ইলিয়াস কাঞ্চনের প্যানেল সাজানোর বিষয়ে অনেকেই অনেক কথা বলেছেন। প্রশ্নও তুলেছেন কেউ কেউ। আজ রবিবার (৯ জানুয়ারী)শিল্পী সমিতির নির্বাচন নিয়ে প্রেস ব্রিফিং করছেন ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল। এসময় সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ইলিয়াস কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি কিন্তু তেমন কিছু করছি না। নিপুণই সব কিছু আয়োজ করছে। সে একটা টিম তৈরি করেছে। এরপর সে আমার কাছে এসেছে। এই যে টিম তৈরি করা এটা কিন্তু নেতৃত্বের একটা গুণ। নেই গুণটি তার মধ্যে দেখেছি বলেই আমি তার কাছে নির্বাচনে এসেছি। তাকে নিয়ে আমি প্যানেলটি সমর্থন করছি এবং নির্বাচন করার মনস্থির করেছি।’
এবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা পীরজাদা হারুন। তার সঙ্গে থাকবেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে পরিচালক সোহানুর রহমান সোহানকে।