শীতকালীণ প্রশিক্ষণ ২০২১/২২ চলাকালীন সময়ে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার হাজীডাঙ্গা এলাকায় গরীব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রবিবার (০৯ জানুয়ারি) শেখ হাসিনা সেনানিবাসের অধীনস্থ সদর দপ্তর ৭ আর্টিলারি ব্রিগেড এর ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সার্বিক ব্যবস্থাপনায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার হাজীডাঙ্গা এলাকায় ৩০০ টি কম্বল গরীব ও দুঃস্থ অসামরিক মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার ৭ আর্টিলারি ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল জি এম শরিফুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুনীর হোসেন, পিবিজিএম, পিএসসি, জি, অন্যান্য সামরিক কর্মকর্তাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।