শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

সামাজিক সংগঠন মানব কল্যাণ’র কমিটি ঘোষণা – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন’র দুধের আউটা গ্রামে সামাজিক, সেচ্ছাসেবী, রক্তদান ও সেবামূলক সংগঠন “মানব কল্যাণ”র ৪১ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিক ভাবে গঠন করা হয়েছে।

 

 

 

সকলের সম্মতিক্রমে শেখ মোস্তফাকে সভাপতি, সাবজল হোসাইনকে সাধারন সম্পাদক এবং আব্দুল্লাহ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

 

 

১০ জানুয়ারি সোমবার রাত ৮ টার সময় দুধের আউটা মানব কল্যাণ সংগঠনের অফিস প্রাঙ্গনে আলোচনার মধ্য দিয়ে এ কমিটি গঠন করা হয়।

 

 

 

এদিকে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন “মানব কল্যাণ”র অন্যতম অঙ্গীকার হচ্ছে মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠন, অসহায়দের পাশে দাঁড়ানোসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কু-সংস্থার দুর করণ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠন করা।

 

 

 

সংগঠনের কমিটি গঠনকালে নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক সাবজল হোসাইন বলেন, আমরা চাই দুধের আউটা যুব সমাজকে নিয়ে সমাজের ভাল কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাবো। সামাজিক সংগঠন “মানব কল্যাণ”র অন্যতম ভূমিকা থাকবে মাদক মুক্ত সমাজ, নিরক্ষরতা, বাল্য বিবাহ রোধ, গরিব দুঃখী মানুষের উপকার করা এবং সামাজিক কু-সংস্থার দুর করা। বিশেষ করে “মানব কল্যাণ”র সকল সদস্যসহ গ্রামের সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

 

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবুল হাসনাত খাঁন কাজল, বাবর আলী,আমিন মিয়া,নবী নুর,রাসেল মিয়া, কমিটির উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মল্লিক মিয়া, আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ আলী প্রমূখ।

 

মানব কল্যাণ”র ২০২২ সালের ৪১ বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির তালিকা।
১. সভাপতি শেখ মোস্তফা
২.সহ-সভাপতি সোহাগ
৩.সাধারণ সম্পাদক সাবজল হোসাইন
৪.সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম
৫.সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন
৬.সহ সাংগঠনিক সম্পাদক শেখ মামুন
৭.প্রচার সম্পাদক রৌজ আলী
৮.সহ প্রচার সম্পাদক বাসার আহমেদ
৯.কোষাধ্যক্ষ মোঃ সাজল মিয়া
১০.ক্রীড়া সম্পাদক লিটন মিয়া
১১.সহ ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান
১২.দপ্তর সম্পাদক এনামুল মিয়া
১৩.সমাজ সেবা বিষয়ক সম্পাদক রিপন মিয়া
১৪.উপ সমাজ সেবা বিষয়ক সম্পাদক মমিন
১৫.ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক গাজী রহমান
১৬.সহ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জয় হোসেন
১৭.উন্নয়ন সম্পাদক আবুল খায়ের
১৮.উপ উন্নয়ন সম্পাদক সমরাজ
১৯. সমাজ কল্যাণ সম্পাদক রমিজ উদ্দিন
২০. তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফজাল হোসেন
২১.ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আতাবুর রহমান
২২.শেখ আলী বাদশা ২৩.পরাণ মিয়া ২৪.মোহাম্মদ আলী ২৫.সজীব ২৬.শেখ আলী মর্তুজা ২৭.জাকির ২৮.মাফিক মিয়া ২৯.জাকির হোসেন ২৯.শিয়াবুর রহমান ৩০.তামিম ৩১.সোহাগ(২) ৩২.নাদিম ৩৩.সামি হোসেন ৩৪.রোমান ৩৫.জয়দুল ৩৬.আলী রমযান ৩৭.ফরিদ মিয়া ৩৮.শরীফ আহমদ ৩৯.উজ্জ্বল মিয়া ৪০.সজল আহমেদ ৪১.সোলেমান।