চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ও হার দু’টোই বেড়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ২২২ জন নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এখানে সংক্রমণ হার ১২ দশমিক ৪০ শতাংশ।
করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, শাহ আমানত বিমান বন্দর, এন্টিজেন টেস্ট ও নগরীর এগারো ল্যাবরেটরিতে গতকাল ১ হাজার ৭৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ২২২ জনের মধ্যে শহরের ১৭৪ ও উপজেলার ৪৮ জন।
জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩ হাজার ৬৩২ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৭৫ হাজার ১২৫ জন এবং গ্রামের ২৮ হাজার ৫০৭ জন। গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৩৫ জনই রয়েছে। এতে শহরের ৭২৫ ও গ্রামের ৬১০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে শেভরনে ৬ দশমিক ১৭ শতাংশ, চমেকহা’য় ৫০, চবি’তে ১৮ দশমিক ১৮, আরটিআরএলে ৫২, ইম্পেরিয়াল হাসপাতালে ১১ দশমিক ৯০, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২ দশমিক ৯২, মেডিকেল সেন্টার হাসপাতালে ৪ দশমিক ৮৪, এপিক হেলথ কেয়ার ৬৩ দশমিক ৬৩, মেট্রোপলিটন হাসপাতালে ৩৪ দশমিক ৪৮, ল্যাব এইডে ৬৬ দশমিক ৬৬, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৬ দশমিক ০৮, শাহ আমানত বিমানবন্দর ল্যাবে ২ দশমিক ২৭ এবং এন্টিজেন টেস্টে ৩০ দশমিক ৩৩ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।