শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

নাটোর-রাজশাহী মহাসড়কে বাস-ট্রাক-পিক্যাপের ত্রিমুখী সংঘর্ষে নিহত দুই – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

নাটোর-রাজশাহী মহাসড়কের  তোকিয়া এলাকায় বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০জন। 

 

 

দুূর্ঘটনায় ট্রাক চালক আবু মুসা এবং আসাদুল ইসলাম নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাদের বাড়ি রাজশাহীর পুঠিয়া এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

 

আজ বুধবার (১২ জানুয়ারী) ভোর রাতে তোকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে এ দূর্ঘটনার ঘটনা ঘটে।

 

 

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান জানান, তোকিয়া এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী কাঠ ভর্তি ট্রাকের ও পিকআপের মধ্যে ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। খবর  পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। তবে ঘটনাস্থলেই ট্রাক চালক আবু মুসার মৃত্যু হয়। আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী আসাদুল ইসলামকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় সবগুলো পরিবহন মিলে অন্তত ১০জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নাটোর থানায় মামলা হয়েছে।