নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশ পরিচয় দিয়ে স্ক্রাব লোহা ভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়াও ওই ট্রাক চালককেও অপহরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মেঘনা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক মালিক বাদী হয়ে বুধবার দুপুরে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করে।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর প্রতাব নগর এলাকার ব্যবসায়ী আবুল হোসেন মুন্সিগঞ্জের গজারিয়ার পুরান বাউসিয়া এলাকার আজিজুল ইসলাম আজিজ, আমিনুল ইসলাম বাবুর সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছে।
বর্তমানে করোনো পরিস্থিতির কারনে ব্যবসার অবস্থা নাজুক। ব্যবসা পরিস্থিতি খারাপ বিধায় আবুল হোসেনের সাথে আজিজুল ইসলামের ব্যবসায়িক লেনদেন রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আজিজ, বাবুসহ ৩/৪ জন মেঘনা ঘাট এলাকায় ব্যবসা প্রতিষ্টান সামনে এসে পুলিশ পরিচয়ে কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে ৬ লাখ টাকা মূল্যে স্ক্রাব লোহা ভর্তি ট্রাক ( ঢাকা মেট্রো- ট ১১-৬২৯৫ ) ছিনতাই করে নিয়ে যায়। এসময় তারা ট্রাকের চালক মো: আমির (৪০) কে অপহরণ করে নিয়ে যায়। পরে জানতে পারে ব্যবসায়ী লেনদেনের জের ধরে আজিজ ও বাবু ট্রাকের চালক, মালামাল ও ট্রাক ছিনতাই করে। তারা মোবাইল ফোনে আমাকে , আমার বড় ভাইকে প্রাণ নাশের হুমকি ও ট্রাক বিক্রির হুমকি দেয় । এ ঘটনায় বুধবার দুপুরে স্ক্রাব লোহা ভর্তি ট্রাক মালিক আবুল হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ট্রাক ছিনতাইয়ের ঘটনা একটি অভিযোগ পাওয়া গেছে। আর্থিক লেনদেনের ঘটনায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।