চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা বাসস্টান্ড এলাকার রাজশাহীগামি পাকা রাস্তার র্পূব পাশে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৫ এর একটি দল।
র্যাব-৫ সুত্রে জানাযায়, আজ বুধবার (১২ জানুয়ারী) সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে র্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী র নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাসস্টান্ড এলাকার রাজশাহীগামি পাকা রাস্তার র্পূব পাশে অভিযান চালায় র্যা বের একটি দল। এই সময়ে সেখানে অবস্থানরত শিবগঞ্জ থানার তারাপুর খাট্টাসপাড়া গ্রামের মৃত আবুল হোসেনর পুত্র মোঃ শরিফুল ইসলাম (৪০)ও নাচোল উপজেলার নেজামপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র আনোয়ার জাহিদ (২৪) কে আটক করে। এ সময় তাদের উভয়ের কাছ থেকে ৪ কেজি গাঁজাসহ ২টি মোবাইল, ৩টি সীমকার্ড, নগদ ১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।আটককৃতরা দীর্ঘদিন থেকে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।