বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

লকডাউনের দ্বিতীয় দিনে গাইবান্ধায় ৫৪টি মামলায় ২১৭০০ টাকা অর্থদন্ড – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ জুলাই, ২০২১

লকডাউনের দ্বিতীয় দিন গাইবান্ধা জেলার সকল শপিংমল গুলো বন্ধ ছিল। স্বল্প বা দুরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। তবে জেলা সদরসহ উপজেলার সড়ক গুলোতে রিক্সা ও অটো রিক্সার চলাচল ছিল। নিত্য প্রয়োজনীয় দোকান গুলো খোলা থাকলেও ক্রেতার আনাগোনা সকালের দিকে কম থাকলেও দিন বাড়ার সাথে সাথে দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা দেখা যায়। জেলার বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চলের সড়কে ও ছোট ছোট চায়ের দোকান গুলোতে লোকজনের জটলা দেখা যায়। সেনাবাহীনি, পুলিশের গাড়ী আসছে খবর শুনলেই দৌড়ে পালাচ্ছে জটলায় থাকা গ্রামের মানুষগুলো। আবার গাড়ী চলে গেলে ফিরে আসছে তারা। সারাদিন জেলা সদর সহ উপজেলার সড়ক গুলোতে সেনাবাহীনি, পুলিশের টহল চোখে পড়েছে।

অন্যদিকে লকডা্উনের দ্বিতীয় দিনে গাইবান্ধা জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশে আজ শুক্রবার (২জুলাই) জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কঠোর লকডাউনের নির্দেশনা অমান্য করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যা ব ও ব্যাটেলিয়ন আনসার বাহিনীর সহযোগিতায় ৯টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫৪টি মামলায় ২১৭০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এসময় জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।