স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে হারিয়ে সমতায় ফিরেছে আয়ারল্যান্ড। এটি ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে তাদের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় জয়।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সময় রাতে জ্যামাইকার সাবিনা পার্কে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের থেকে দুই ওভার বাকি থাকতে ২২৯ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। সর্বোচ্চ ৫০ রান করেছেন রোমারিও শেফার্ড। এছাড়া ওডেন স্মিথ ৪৬, শামারহ ব্রুকস ৪৩ ও শাই হোপ ১৭ রান করেন।
আইরিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। পরে ব্যাট হাতে তিনি ৩৫ রানও করেন। মূলত তার অলরাউন্ড পারফরম্যান্সেই জয় পেয়েছে সফরকারীরা। এছাড়া ক্রেইগ ইয়ং তিনটি, লিটল দুইটি এবং জর্জ ডকরেল একটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৩২.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। পরে বৃষ্টি আইনে তাদের জয়ী ঘোষণা করা হয়। অবশ্য বৃষ্টি আইনে তাদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৮ ওভারে ১৬৮ রান।