পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে প্রকাশ্যে এক নারীকে ১০০ এবং পুরুষকে ১৫ বার বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।
এফপির প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী পরকীয়ায় থাকার কথা স্বীকার করলেও ওই পুরুষ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
খবর, ২০১৮ সালে ওই যুগলকে একটি পাম বাগানে ঘনিষ্ঠ অবস্থায় আটক করা হয়। এরপর আচেহ প্রদেশের আদালতে হাজির করা হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ওই পুরুষ ব্যক্তি বিবাহিত এবং আচেহ প্রদেশের মৎস্য সংস্থার প্রধান ছিলেন।
আচেহ প্রদেশের পাবলিক প্রসিকিউটর দফতরের তদন্ত বিভাগরে প্রধান ইভান নাজ্জার আলভি বলেন, ওই নারী বিয়ে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি তদন্তকারীদের কাছে স্বীকার করেছেন। তবে ওই পুরুষকে দোষী সাব্যস্ত করা কঠিন ছিল কারণ তিনি নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন।
প্রসিকিউটর বলেন, স্ত্রী না হওয়ায় অন্য নারীর প্রতি ‘প্রীতি’ দেখানোয় ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেত্রাঘাতের সময় উপস্থিত থাকা এএফপির এক সাংবাদিক বলেন, নারীকে বেত্রাঘাত করা সময় মাঝে বিরতি নেওয়া হয়েছে কারণ তিনি ব্যথা সহ্য করতে পারছিলেন না। এএফপি