খুলনার কয়রা উপজেলায় শীতার্ত গরীব ও অসহায় মানু্ষের পাশে দাঁড়িয়েছে ত্রিনয়ন ফাউন্ডেশন। সংস্থাটির উদ্যোগে গত বুধবার উপজেলার বিভিন্ন গ্রামে শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ত্রিনয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ সাজ্জাদ হোসেন সংস্থার পক্ষে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ত্রিনয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি সাজ্জাদ হোসেন জানান, “শীতের উষ্ণতা ও কষ্ট ভাগাভাগি করার প্রত্যয়ে ত্রিনয়ন ফাউন্ডেশন শীতার্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছে। সকলের সহযোগিতায় শীত বস্ত্র বিতরন কার্যক্রম অব্যাহত রাখা হবে। তাদের এ ধরনের কার্যক্রমকে এলকবাসী সাধুবাদ জানিয়েছে।