সড়কে দুর্ঘটনা এরাতে প্রশাসনের পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠনের ভুমিকা বেশ দৃশ্যমান। এই সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বেশ সুনামের সহিত কাজ করে যাচ্ছেন। নিরাপদ যানবাহন চাই( নিযাচা) ফাউন্ডেশন ইতিমধ্যে দেশব্যাপী ও আন্তর্জাতিকভাবে কাজ করার জন্য অনুমোদন পেয়েছে।
শনিবার (১৫ জানুয়ারি) বিকালে সংগঠনের চেয়ারম্যান আসাদুজ্জামান সরকার মিলন অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রেজিষ্টার অফ জয়েন স্টক কোম্পানী এন্ড বাংলাদেশ এ অনুমোদন দিয়েছেন।
তিনি আরো জানান, দীর্ঘদিন যাবত নিরাপদ যানবাহন চাই ফাউন্ডেশনের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন সামাজিক প্রচার -প্ররচারনা ও এ্যাডভোকসি মূলক কাজ করায় লক্ষ্যে এ সংগঠনের পথচলা শুরু হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের নানা মুখি কার্জক্রমে সংগঠনটি বদ্ধপরিকর। এটি আন্তর্জাতিকভাবেই কাজ করবে বলে জানান তিনি।
মানবকল্যাণে নিজেকে সমর্পণ করে সচেতনতামূলক প্রচারণা সহ নানামুখী কর্মসূচি করে যাচ্ছি আমরা । আজকে এ পুরষ্কার আগামির কর্মসূচিকে আরও বেগমান ও ভালো কাজে উৎসাহিত করছে বলে তিনি মনে করেন। সংগঠনের জনসেবামুলক কাজ অব্যাহত থাকবে।