পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে অবরুদ্ধ অবস্থা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে আইআইসিটি ভবন থেকে তালা ভেঙ্গে উপাচার্যকে উদ্ধার করে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
এর আগে দুপুর ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি শিক্ষা ভবনে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করেন।