নয় পেরিয়ে দশে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়িতে পালিত হল এশিয়ান টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠান।
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকালে এশিয়ান টিভি গাইবান্ধার ফুলছড়ি ও সাদুল্লাপুর প্রতিনিধি তৈহিদুর রহমান তুহিনের আয়োজনে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিএম সেলিম পারভেজ, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার আব্দুর রউফ ও এশিয়ান টিভির ফুলছড়ি ও সাদুল্লাপুর প্রতিনিধি তৈহিদুর রহমান তুহিন।
আলোচনা সভা শেষে উপস্থিত প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন।
আলোচনা সভায় বক্তারা এশিয়ান টিভির উত্তোরতর সফলতা কামনা করেন।
সম্পূর্ন অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহ আলম যাদু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিবর্তন টিভির সম্পাদক বিমল কুমার সরকার, গ্রামীন নিউজ২৪ এর সম্পাদক সাহিম রেজা, ফুলছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, কোষাধ্যক্ষ রকিবুর রহমান সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম সম্রাট প্রমুখ।