ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ৪ নং লেহেম্বা ইউনিয়নের বসদপুরে সরিষার হলুদ ফুলে মধু চাষ হচ্ছে। সরেজমিনে গিয়ে জানা যায়, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার বেকার যুবক সোহেল রানা ২০১৭ সালে যুব উন্নয়ন থেকে মৌমাছি থেকে মধু সংগ্রহের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণ গ্রহণের পরে থেকে তিনি নিজেই ইউরোপীয় ম্যালী ফ্লেরা জাতের মৌমাছি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে রাণীশংকৈল উপজেলার ও পার্শ্ববর্তী উপজেলা পীরগঞ্জে প্রতিবছর সরিষার এ সময়কালে মধু সংগ্রহ করছেন। এতে এখন তার বেকারত্ব লাঘব হয়েছে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। তার ২ উপজেলা রাণীশংকৈল ও পীরগঞ্জ মিলে ৫১ টি মৌমাছি চাষের বক্স রয়েছে। সেখান থেকে তিনি সপ্তাহে ৪ মনের অধিক মধু সংগ্রহ করেন বলে জানান।
মধু চাষী সোহেল রানা বলেন, আমার এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌমাছি থেকে মধু সংগ্রহ করা হয়। ২০১৭ সালের আগে আমি বেকার ছিলাম । যুব উন্নয়ন থেকে ট্রেনিং গ্রহণের মাধ্যমে এখন আমি নিজেই মৌমাছি থেকে মধু সংগ্রহ করছি। ফলে আমার বেকারত্ব কেটে গেছে এখন আমি আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি। আমার এখান থেকে পাইকারি ও খুচরা দামে মধু সংগ্রহের ব্যবস্থা রয়েছে। ঐ গ্রামের আবুল কালাম নামে একজন জানান, সোহেল রানা আমাদের এলাকায় একটি ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে। যার ফলে মানুষ নির্ভেজাল মধু সংগ্রহ করতে পারছে। তার এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং তার ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।