গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম তাহেদুল ইসলাম(১৫)। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেনীর ছাত্র।
আজ মঙ্গলবার (১৮ জানুয়ারী) বিকেলে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মোগমটুলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তাহেদুল ইসলাম কামারদহ ইউনিয়নের বকচর গ্রামের তোজাম মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিকেলে বোনের বাড়ি মোগমটুলী এলাকা থেকে বাইসাইকেল নিয়ে নিজের বাড়ি বকচর এলাকায় যাচ্ছিল তাহেদুল। পথে ঢাকা-রংপুর মহাসড়কের মোগমটুলী এলাকার অদুরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রান হারান তাহেদুল।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খাইরুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।