ময়মনসিংহের নান্দাইল থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মনির মিয়া (৪৫)।
নিহত মনির নান্দাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাকচর নলুয়াপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।
বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চরবেতাগৈর ইউপির পশ্চিম পাশে চরশ্রীরামপুর বড়ডোবা বিলের বোরো ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা যায়, মনির ভাড়ায় অটোরিকশা চালাতেন। মঙ্গলবার রাতেও অটোরিকশা নিয়ে বের হন তিনি। তবে সকালে কানুরামপুর-ত্রিশাল সড়ক-সংলগ্ন বিলের ধানখেতে পাওয়া যায় তার মরদেহ।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে ধানখেতে মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।