বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে আজ শুক্রবার (২১ জানুয়ারী) মাঠে নেমেছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচের এই মুহূর্তে বেশ ভালো অবস্থানে আছে বরিশাল। কিন্তু দলটির জন্য রয়েছে দুঃসংবাদ। ফ্রাঞ্জাইজিটির তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা গেছে, ফরচুন বরিশালের পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম, উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও ব্যাটার মুনিম শাহরিয়ার করোনায় আক্রান্ত। এ কারণে প্রথম ম্যাচের একাদশে নেই এই দুই ক্রিকেটার। ডাকআউটে দেখা যাচ্ছে না নাজমুল আবেদিন ফাহিমকেও। তারা এখন আইসোলেশনে আছেন।
এক বিবৃতিতে ফরচুন বরিশাল জানিয়েছে, গত ১৭ জানুয়ারি সোহানের করোনা শনাক্ত হয় এবং ফাহিম ও মুনিমের পজিটিভ আসে পরদিন ১৮ জানুয়ারি। তাদের আবারও করোনা পরীক্ষা করা হলে যদি পজিটিভ আসে তাহলে আইসোলেশন দীর্ঘায়িত হতে পারে।