মাদারীপুরের ধুরাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষার্থী নাঈম ও জনির মৃত্যু হয়েছে । নিহতরা দুজন চাচাতো ভাই, তাদের বাড়িতে চলছে শোকের মাতম।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায় বৃহস্পতিবার (২০ জানুয়ারী) দিবাগত রাতে মাদারীপুর সদরের হবিগঞ্জ বীর মুক্তিযোদ্বা শাজাহান খান সেতুর ধুরাইল ইউনিয়নের চাছার মোড়ে এ দূর্ঘটনা ঘটে। এ সময় দুই স্কুল ছাত্র নিহত হয়। নিহত নাঈম ফরাজী(১৫) ধুরাইল ইউনিয়নের চাছার গ্রামের জালাল ফরাজীর ছেলে ও জনি ফরাজী (১৫) একই গ্রামের জহির ফরাজীর ছেলে। প্রথমে এ ঘটনায় আহত নাইম ফরাজী কে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে এবং জনি ফরাজীকে ফরিদপুর নেয়ার পথে মারা যায়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, সকালে ধুরাইলের চাছারে দুই ছাত্র মোটরসাইকেল দূর্ঘনায় মারা গেছে বলে জানতে পেরেছি।