শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
Grameennews24 - grameennews24tv@gmail.com - facebook.com/grameennews24tv

পুলিশের ৭ কর্মকর্তার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি – গ্রামীন নিউজ২৪

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ জানুয়ারি, ২০২২

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সমমর্যাদার সাত কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়ার জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ শনিবার (২২ জানুয়ারি) সুপারিশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে।

 

 

 

 

গত ২১ জানুয়ারি এই সুপারিশ অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলামসহ এই ৭ কর্মকর্তার মধ্যে ১২ ব্যাচের ৩ জন ও ১৫ তম ব্যাচের ৪ জন রয়েছেন।

 

 

 

 

সুপারিশপ্রাপ্ত ১২তম ব্যাচের কর্মকর্তারা হলেন পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি ড. হাসান উল হায়দার।

 

 

 

 

১৫তম ব্যাচের কর্মকর্তারা হলেন- অতিরিক্ত আইজির চলতি দায়িত্বে থাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মো. শাহাবুদ্দিন খান, শিল্প-পুলিশের প্রধান ডিআইজি মাহবুবুর রহমান ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।