ঠাকুরগাঁও জেলায় ৯ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
২৩ জানুয়ারি রোববার পৌর শহরের কালেক্টরেট পাবলিক স্কুল ও সরকারপাড়া সমির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে শীত বস্ত্রবিতরণ অনুষ্ঠিত হয়।
সরকার মটরস এর আয়োজনে ও এমজেএল বাংলাদেশ লিমিটেডের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসবেকলীগের সভাপতি মো: নজমুল হুদা শাহ্ এ্যাপোলো, এমজেএল বাংলাদেশ লি: এর এজিএম মো: ওয়াহিদুজ্জামান, এসিস্ট্যান্ট ম্যানেজার ফজলে লোহানী, সরকার মটরস এর স্বত্তাধিকারী ও পৌরসভার প্যানেল মেয়র এবং ৪নং ওয়ার্ড কাউন্সিলর সুদাম সরকার, ঠাকুরগাও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সহ -সভাপতি আব্দুস সহিদ বাবু, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি পারভেজ খাঁন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় ৯ শতাধিক অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। পরবর্তিতে এ ধরনের বিতরণ অব্যাহত থাকবে বলে জানান ,আয়োজকগণ।