ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতির সুশান্ত কুমার দাস এর বিরুদ্ধে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থ আত্মসাৎ স্বেচ্ছাচারিতার সহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, বিদেশী সংস্থার অনুদান ২৫০০০/টাকা পাইয়ে দেয়ার নাম করে সভাপতি সুশান্ত কুমার দাস অসহায় -অসচ্ছল প্রতিবন্ধীদের কাছ থেকে ফরম পুরন বাবদ ২৫০ টাকা করে হাতিয়ে নেন।
বিদেশী সংস্থার অনুদান ও বরাদ্দের ব্যবস্থা করার নাম করে তিন অসহায় গরীব ব্যক্তিদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেন।
এ ব্যাপারে সংকল্প প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আব্দুল হালিম সরদার হাসান বলেন,জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি সুশান্ত কুমারের দুর্নীতির বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে (সুশান্ত কুমারকে সংকল্প প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্য পথ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে ) তার পরও ঘটনাটি আমি জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার নীতি নির্ধারণী সাধারণ পরিষদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।আশা করছি তারা বিষয়টি আমলে নিয়ে অতি তাড়াতাড়ি অবহেলিত সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ব্যক্তিদের টাকাগুলো ব্যবস্থা গ্রহণ করবেন।
তা ছাড়া প্রতিবন্ধী সংগঠনের নেতা ও ভুক্তভোগী প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার করাসহ তাদের লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
অভিযুক্ত সভাপতি সুশান্ত কুমার এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বার বার ফোন করা সত্ত্বেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।