ফরিদপুরের মধুখালীতে গাছ থেকে পরে বুলবুল মোল্যা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার রামদিয়া গ্রামের মৃত ইদ্রিস মোল্যার ছেলে।
এলাকাবাসী জানায়, আজ সোমবার (২৪ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় বুলবুল পাশ্ববর্তী বামুন্দি গ্রামে আলী আকবার শেখের বাড়িতে গাছ কাটতে যায়। অসাবধানবশত গাছ থেকে টিউবওয়েলের পাইপ এর উপর পরে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী হাসপাতালে নেওয়ার পরে মৃত্যুবরণ করেন।
মধুখালী সদর হাসপাতালের চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আঃ সালাম জানান, বুলবুলকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মধুখারী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, গাছ থেকে পড়ে বুলবুল নামের একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।