চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার একটি স্কুলের পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর (উ:) ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবন থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য ফিরোজ আহমেদ হীরা জানান, সন্ধ্যার দিকে স্থানীয় এক ব্যক্তি হাঁটতে গিয়ে ওই ভবনে গামছা দিয়ে পেঁচানো লড়ার সাথে একটি মৃতদেহ ঝুলতে দেখে চিৎকার দেয়। পরে লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন