সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
গ্রামীন নিউজ২৪ এর বর্ষপূর্তি পালিত – গ্রামীন নিউজ২৪ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার – খাদ্যমন্ত্রী – গ্রামীন নিউজ২৪ তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমানায় চীনা যুদ্ধবিমান- গ্রামীন নিউজ২৪ চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন ৩০ জুলাই – গ্রামীন নিউজ২৪ এইচএসসি ও সমমানের পরীক্ষা শোরো ১৭ আগস্ট – গ্রামীন নিউজ২৪ ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ – গ্রামীন নিউজ২৪ আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি – গ্রামীন নিউজ২৪ শার্শা সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ২ – গ্রামীন নিউজ২৪ ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য তৃতীয় দিনের মত ইসতিসকার নামাজ ও দোয়া – গ্রামীন নিউজ২৪ আটপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন – গ্রামীন নিউজ২৪
বিজ্ঞপ্তি :
গ্রামীন নিউজ২৪টিভি পরিবারের জন্য দেশব্যাপী প্রতিনিধি নিয়োগ চলছে। যোগ্যতা এইচ এসসি পাশ, অভিজ্ঞতাঃ ১ বৎসর, আগ্রহীরা যোগাযোগ করুন 01729188818, সিভি ইমেইল করুনঃ grameennews24tv@gmail.com

ইসি গঠনের জন্য মতামত দেবেন দেশের ৬০ জন বিশিষ্ট নাগরিক – গ্রামীন নিউজ২৪

গ্রামীন নিউজ ডেস্কঃ / ৪৪৪ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ অপরাহ্ণ
  • Print
  • নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য মতামত দেবেন দেশের ৬০ জন বিশিষ্ট নাগরিক। অনুসন্ধান (সার্চ) কমিটির সভায় অংশ নিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে আমন্ত্রণ। আগামীকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) তাঁদের মতামত নিতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসবে সার্চ কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

     

     

     

     

     

     

     

     

    সার্চ কমিটি যাঁদের আমন্ত্রণ জানিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন- সাবেক অ্যাটর্নি জেনারেল ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাসসের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, শিক্ষাবিদ ও গণমাধ্যম গবেষক অধ্যাপক ড. মো. গোলাম রহমান, ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, রাজনীতি-বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

     

     

     

     

     

     

     

    আরও আমন্ত্রণ জানানো হয়েছে- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সাংবাদিক আবেদ খান, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, চ্যানেল ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক সমকালের প্রকাশক এ কে আজাদ, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মোবারক ও সাখাওয়াত হোসেন, কবি মহাদেব সাহা, প্রজন্ম একাত্তরের সভাপতি আসিফ মুনীর প্রমুখ।

     

     

     

     

     

     

     

     

     

    আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলও নির্বাচন সংশ্লিষ্ট বেসরকারি সংগঠনের প্রস্তাবে সংবিধানের আলোকে সরকার ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ প্রণয়ন করে। ১৯৭২ সালের পর সংবিধানে বর্ণিত বিধান অনুযায়ী প্রথম বারের মতো এই আইনটি প্রণয়ন করা হয়। অবশ্য নির্বাচন কমিশন গঠন উপলক্ষে ২০ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতি আবদুল হামিদ ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন। বিএনপি ঐ সংলাপে অংশ নেয়নি। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের পক্ষ থেকেও আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের অনুরোধ জানানো হয়। আইন অনুযায়ী ছয় সদস্যের সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১৫ কর্মদিবসে সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনারের জন্য দুটি এবং চার জন কমিশনারের জন্য মোট আট জনের নাম সুপারিশ করে রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করবে।

     

     

     

     

     

     

     

     

    প্রথম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক দল ও সুশীলসমাজের প্রতিনিধিদের সঙ্গে সার্চ কমিটি সংলাপ করবে শনিবার। সূত্রঃ ইত্তেফাক

    • আমাদের ইউটিউব পেজ ভিজিট করতে লগইন করুনঃ Grameen news24 Tv

    এ জাতীয় আরো সংবাদ
    এক ক্লিকে বিভাগের খবর